কঙ্গোর উপনদী ইবোলার নাম অনুসারে এই ভাইরাসের নাম। এরা প্রাণীদেহের জীবন্ত কোষগুলো দখল করে নিজেদের জিনোমের প্রজনন ঘটায় | ইবোলা একটি ফাইলোভাইরাস, দেখতে আঁশ বা সুতার মতো| ফাইলোভাইরাস লম্বা বা শাখাপ্রশাখাযুক্ত বা কোঁকড়ানো হতে পারে | ‘মারবার্গ’ নামে একই ধরনের আরেকটি প্রাণঘাতী ভাইরাস রয়েছে | ১৯৭৬ সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও সুদানে প্রথম ইবোলা শনাক্ত করা হয়| ভাইরাসটি প্রায় আণুবীক্ষণিক, সাধারণ ব্যাকটেরিয়ার একটি ভগ্নাংশের সমান আকারের। ১. আক্রান্ত ব্যক্তির...

